বাংলাদেশে আসতে তর সইছে না মার্টিনেজের

  29-05-2023 10:38PM

পিএনএস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এমিলিয়ানো মার্তিনেস ভারত ও বাংলাদেশে আসবেন বলে আগেই খবর এসেছিল। অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক এবার নিশ্চিত করলেন সময়। ভক্তদের সঙ্গে দেখা করার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে।

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের আমন্ত্রণে এই সফরে আসছেন মার্তিনেস। সোমবার ফেইসবুক পোস্টে এই সফর নিয়ে রোমাঞ্চের কথা তুলে ধরেন কাতার বিশ্বকাপের সেরা এই গোলরক্ষক।

“আগামী ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করব, ভক্তদের অংশগ্রহণের অনেক অনুষ্ঠানে থাকব, এছাড়া স্পন্সরদের সংবর্ধনা এবং সুন্দর এই খেলার প্রচারসহ অনেক দাতব্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক আছে। তাদের সাথে দেখা করতে আমি রোমাঞ্চিত। এই উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ শতদ্রু। আমি তোমাদের ভালোবাসি।”

শতদ্রু দত্ত জানিয়েছেন, মার্টিনেজ নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছেন। যেহেতু তিনি কলকাতা আসছেনই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে।

জানা যায়, ৩ জুলাই ঢাকায় আসতে পারেন মার্টিনেজ। সেদিন বাংলাদেশে থাকতে পারে অথবা সেদিন রাতে কলকাতায় চলে যেতে পারেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন