পিএনএস ডেস্ক : আইপিএলের ফাইনালে আবারো বৃষ্টি হানা দিয়েছে। এতে বন্ধ রয়েছে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি।
এর আগে বৃষ্টির কারণে রোববার (২৮ মে) অনুষ্ঠেয় আইপিএলের ফাইনাল ভেস্তে যায়। এতে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচটি একদিন পিছিয়ে সোমবার নেয়া হয়। তবে এদিন এক ইনিংস শেষ হওয়ার পর চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় আবারে বৃষ্টি নামে আহমেদাবাদে।
সোমবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় চেন্নাই-গুজরাট। এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২১৪ রান সংগ্রহ করেছে হার্দিক পান্ডিয়ার দল। এতে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ২১৫ রান।
পিএনএস/শাওন
আবারও আইপিএল ফাইনালে বৃষ্টির হানা
29-05-2023 11:16PM
