ফাইনালে সেভিয়াকে হারিয়ে ইতিহাস গড়তে চান মরিনিয়ো

  01-06-2023 12:58AM

পিএনএস ডেস্ক : ইউরোপা লিগের ফাইনালে প্রতিপক্ষ যখন প্রতিযোগিতাটিকে অনেকটাই নিজেদের বানিয়ে ফেলা সেভিয়া, তখন তাদের হারাতে যে খুব বিশেষ কিছু করতে হবে, বুঝতে পারছেন রোমার কোচ জোসে মরিনিয়ো। তবে কঠিন বাধা টপকে দলকে এই শিরোপা জেতানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় শিরোপা লড়াইয়ে বুধবার বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মুখোমুখি হবে রোমা ও সেভিয়া।

ইউরোপা লিগে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়া। এই প্রতিযোগিতায় ফাইনালে কখনই হারেনি তারা। সেখানে রোমা এখনও এই প্রতিযোগিতায় শিরোপার স্বাদ পায়নি। দুই দলের লড়াইয়ে তাই স্পষ্টতই ফেভারিট ধরা হচ্ছে স্প্যানিশ ক্লাবটিকে।

তবে রোমার ডাগআউটে যে আছেন ‘স্পেশাল ওয়ান’ মরিনিয়ো, যিনি কোচিং ক্যারিয়ারে ইউরোপীয় প্রতিযোগিতায় পাঁচটি ফাইনালের সবকটিতেই জিতেছেন। গত মৌসুমে অভিজ্ঞ এই কোচের হাত ধরেই উয়েফা কনফারেন্স লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ইতালিয়ান ক্লাবটি। একমাত্র কোচ হিসেবে সব ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা জেতার কীর্তি গড়েন ৬০ বছর বয়সী মরিনিয়ো।

আসছে ফাইনালে অবশ্য প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন মরিনিয়োও। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই পর্তুগিজ বলেছেন, ইতিহাস পক্ষে না থাকলেও মাঠের লড়াইয়ে সমানে সমান লড়বেন তারা।

“তাদের (সেভিয়া) জন্য ইউরোপা লিগের ফাইনালে খেলা অনেকটাই স্বাভাবিক ব্যাপার, তবে আমাদের জন্য একটি অসাধারণ ঘটনা। সেভিয়া সমর্থকদের কাছে একটি ইউরোপীয় ফাইনাল দেখতে ভ্রমণ করা স্পেনের মধ্যেই একটি ম্যাচ দেখতে যাওয়ার সমান; তবে আমাদের জন্য এটি ঐতিহাসিক ঘটনা। তাই আমরা ইতিহাস গড়তে চাই।”

“ইতিহাস দিয়ে মাঠে খেলা হয় না, তবে ইতিহাসের কারণেই তারা ফেভারিট, আর আমরা সেটাকে সম্মান করি। তাদের যে অভিজ্ঞতা আছে, আমাদের নেই। কিন্তু আমরা এই ফাইনাল খেলার যোগ্য, দীর্ঘদিন ধরেই আমরা সেটা বলে আসছি।”

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন