কেন নিজেকে চেলসি তারকার সঙ্গে তুলনা করলেন স্টোকস?

  02-06-2023 10:27AM


পিএনএস ডেস্ক: নিজেকে ইংলিশ ফুটবল ক্লাব চেলসির সাবেক অধিনায়কের সঙ্গে তুলনা করেছেন বেন স্টোকস। আইপিএলে ১৬ কোটি ২৫ লাখ টাকা দিয়ে স্টোকসকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু লিগের অধিকাংশ ম্যাচেই তাকে দেখা গেছে ডাগ আউটে বসে থাকতে। ইনজুরির জন্য খেলতে পারেননি।

তাহলে এবারের আইপিএলে স্টোকসের ভূমিকা ছিল? জবাবে তিনি নিজেই বলছেন, চেন্নাইয়ের আইপিএল জয়ে আমার ভূমিকা অনেকটা টেরির মতো।

২০২০ সালে চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও ফাইনালের সারাক্ষণ সাইড বেঞ্চেই বসেছিলেন অধিনায়ক টেরি। ২০১২ সালেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে পারেনি নির্বাসনের জন্য। স্টোকস বোঝাতে চেয়েছেন, তিনিও বসে থেকে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন।

এ বারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার। তার ব্যাট থেকে এসেছিল ১৫ রান। তার পর আর তাকে ধোনির দলের প্রথম একাদশে দেখা যায়নি।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন