এশিয়া কাপ নিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিল ভারত!

  03-06-2023 06:09PM

পিএনএস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন শাম্মি সিলভা। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণে আইপিএলের ফাইনাল দেখতে গিয়েছিলেন তিনি। এরপরই ভোল পাল্টে ফেলেছে শ্রীলঙ্কা!

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, এখন ঘরের মাঠে পুরোপুরি এশিয়া কাপ আয়োজন করতে চাচ্ছে তারা। এর আগে আঞ্চলিক টুর্নামেন্টটি আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাইব্রিড মডেলে ‘সম্মতি’ জানিয়েছিল তারা।

সে অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের তিনটি বা চারটি ম্যাচ আয়োজনে সবুজ সংকেত দিয়েছিল এসএলসি। তবে ভারত সফরের পরই সেই অবস্থান পরিবর্তন করলো তারা।

এতে বেজায় ক্ষেপেছে পাকিস্তান। পাল্টা জবাব হিসেবে শ্রীলঙ্কা সফর বয়কটের হুমকি দিয়েছে তারা। আগামী জুলাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দ্বীপরাষ্ট্রটিতে যাওয়ার কথা রয়েছে বাবর আজমদের।

সেই সফরে তাদের সঙ্গে কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। এভাবে আসছে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাচ্ছে তারা।

তবে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনে বাদ সাধলে শ্রীলঙ্কার প্রস্তাব নাকচ করে দেয়ার হুমকি দিয়েছে পাকিস্তান।

অনেক চিন্তাভাবনার পর হাইব্রিড মডেল উপস্থাপন করেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি আশা করেছিলেন, পাকিস্তানের প্রস্তাবে সমর্থন বজায় রাখবে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ভারত ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অন্যান্য সদস্যদের অনুকূলে আনতে সহায়তা করবে তারা। তবে তাদের সবশেষ অবস্থানে হতাশ হয়েছেন তিনি।

সদ্য সমাপ্ত আইপিএল ফাইনাল দেখতে ভারত সফর করেন বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা বোর্ড কর্তারা। সেখানে বিসিসিআই সচিব জয় শাহ’র সঙ্গে বৈঠক করেন তারা। তাতে এশিয়া কাপ আয়োজন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

ওই বৈঠকের পরই গুঞ্জন উঠেছে, শেঠির হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছেন জয় ও বিসিসিআই। এখন শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করতে চান তারা। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।

কিন্তু নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে পিসিবি। পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না তারা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন