পিএনএস ডেস্ক : বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৩ জুন) ক্লাবটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ' রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও এডেন হ্যাজার্ড একটা সমঝোতায় পৌঁছেছে, যার ফলে খেলোয়াড়টি ৩০ জুন ক্লাব ছাড়তে রাজি হয়েছেন।' এই বিবৃতিতে এই বেলজিয়ান তারকার ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে ক্লাবটি।
২০১৯ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০২৪ সাল পর্যন্ত চুক্তিতে চেলসি থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন এই বেলজিয়ান তারকা। কিন্তু স্পেনে আসার পর থেকেই ইনজুরি ও ফর্মহীনতায় নিজেকে হারিয়ে খুঁজেছেন ২০১৮ বিশ্বকাপে সিলভার বলজয়ী তারকা। রিয়ালের জার্সিতে গত চারবছরে মাত্র ৭৬টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। করেছেন মাত্র ৭টি গোল ও ১২টি অ্যাসিস্ট।
পিএনএস/শাওন
হ্যাজার্ডের সঙ্গে চুক্তি বাতিল রিয়াল মাদ্রিদের
04-06-2023 02:36AM