জামালের গোলে সোল দে মায়োর বড় জয়

  18-09-2023 12:26AM

পিএনএস ডেস্ক : আর্জেন্টিনায় সময়টা দারুণ উপভোগ করছেন জামাল ভূঁইয়ার। সোল দে মায়োর হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার জাল কাঁপানোর দিনে বড় জয় তুলে নিয়েছে সোল দে মায়ো।

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগে রোববার (১৭ সেপ্টেম্বর) সানসিনেনাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে জামালরা।

দিনের শুরুটা অবশ্য সোল দে মায়োর পক্ষে ছিল না। ম্যাচের মাত্র তিন মিনিটেই গোল হজম করে বসে তারা। কাউন্টার অ্যাটাকে ওয়ান টু ওয়ান পজিশনে বল পান সানসিনেনা স্ট্রাইকার ডেভিড ভেলিজ। দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন তিনি। তবে ম্যাচে ফিরতে দেরি করেনি সোল দে মায়ো। ১১ মিনিট পরই সমতায় ফেরে তারা। প্রতিপক্ষ ডি-বক্সে নিজেদের বোঝাপড়ায় দলকে সমতায় আনেন কুচিচ মাতিয়াস।

২৬তম মিনিটে দলকে লিড এনে দেন অধিনায়কের আর্মব্যান্ড পরা জামাল।। স্পটকিকে গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন তিনি। বিরতির ঠিক আগে জোনাথন রিভেরোর ফ্রি-কিক থেকে গোল করেন সান্তিয়াগো লোপেজ। তাতে ৩-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সোল দে মায়ো।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখেন জামালরা। ম্যাচের ৫৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রিভেরোর দুর্দান্ত ফ্রি-কিক খুঁজে নেয় জালের ঠিকানা। ৪-১ গোলের লিড পেয়ে যায় সোল দে মায়ো। ম্যাচের শেষ সেকেন্ডে অবশ্য পেনাল্টি পায় সেনসিনেনা। তাতে গোল করে ব্যবধান কমিয়েছেন ইরিয়ার্তে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন