তানজিম সাকিবের সমর্থনে করা পোস্ট মুছে ফেললেন মিরাজ

  20-09-2023 01:53AM

পিএনএস ডেস্ক : ফেসবুকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জের ধরে এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সতর্ক করে দেয়ার পর তিনি অবশ্য ক্ষমা চেয়ে সে সব পোস্ট মুছে ফেলেছেন নিজের ওয়াল থেকে। এর মধ্যে সাকিবের সমর্থনে ফেসবুকে পোস্ট দিয়ে নতুন আলোচনার জন্ম দেন মেহেদী হাসান মিরাজ। তবে তার সে পোস্ট স্থায়ী হয়নি ঘণ্টা তিনেকের বেশি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের পাশে দাঁড়িয়ে মিরাজ লেখেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছে। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।'

মিরাজ আরও লিখেছেন, 'সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।'

মিরাজের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তার পোস্টের পক্ষে-বিপক্ষে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সমর্থন দিয়েছেন তো কেউ আবার সমালোচনায় বিদ্ধ করেছেন। শেষমেশ ঘণ্টা তিনেক পর তিনি পোস্টটি নিজের ওয়াল থেকে মুছে ফেলেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন