পিএনএস ডেস্ক: শুরুর দিকে চেপে ধরেছিলেন বাংলাদেশের বোলার। যার ফলে দ্রুত উইকেটও হারায় নিউজিল্যান্ড। তবে মোস্তাফিজুর রহমানের দেওয়া সেই আঘাতের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। তৃতীয় উইকেটে উইল ইয়াং ও হেনরি নিকোলসের জুটিতে ভর করে পাড়ি দেয় শতরান। কিন্তু মোস্তাফিজের হাত ধরে আবারও ব্রেক থ্রু পায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে নিউজিল্যান্ড। ইয়াং ৫৩ ও টম ব্লান্ডেল ব্যাট করছেন ১ রানে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ হয়। বৃষ্টি আসার আগ পর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও কেবল ৯ রান খরচ করেছে টাইগাররা। বৃষ্টির থামার পর খেলা কমে দাঁড়ায় ৪২ ওভারে।
পিএনএস/এসএস
মোস্তাফিজের ফের আঘাত, ভাঙল জুটি
21-09-2023 06:28PM
