পিএনএস ডেস্ক: বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা আবারও বৃষ্টির কারণে বিরতিতে। আগে দুই ঘণ্টার বিরতি ছিল। এখন বেশি সময় বিরতি থাকলে ওভার আরও কমতে পারে।
এর আগে বৃষ্টির বিঘ্নিত ম্যাচটি ৪২ ওভারে কমানো হয়।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ থাকে দুই ঘণ্টারও বেশি সময়। বৃষ্টি আসার আগপর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। বৃষ্টির থামার পর খেলা কমে দাঁড়ায় ৪২ ওভারে।
ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে অ্যালেনকে শিকার করেন মোস্তাফিজ। সোহানের হাতে ক্যাচ দেওয়ার আগে ২০ বলে ১ চারে ৯ রান অ্যালেন। এরপর নবম ওভারের দ্বিতীয় বলে আবারও হানা দেন মোস্তাফিজ। তার লেংথ ডেলিভারিতে খোঁচা মেরে সোহানকে ক্যাচ ১ রান করা বাউস।
এরপর নিজের সপ্তম ওভারে উইল ইয়াং ও রাচিন রবীন্দ্রকে শিকার করেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এর কিছুক্ষণ পরই হানা দেয় বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
পিএনএস/এসএস
বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলায় ফের বৃষ্টির হানা
21-09-2023 07:27PM
