পিএনএস ডেস্ক : ইউরোপা লিগের মঞ্চে ৭ বছর পর নিজেদের প্রত্যাবর্তনটা দাপুটে জয়ে রাঙিয়েছে লিভারপুল। আসরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব লিনজার অ্যাথলেটিক স্পোর্ট ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে অলরেডরা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাইফেইসেন অ্যারেনাতে ফ্লোরিয়ান ফ্লেকার গোলে পিছিয়ে পড়ার পর ডারউইন নুনেজের গোলে সতমতায় ফেরে লিভারপুল। এরপর লুইস দিয়াজ ও মোহামেদ সালাহর গোলে লিড পেয়ে জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গত মৌসুমটা ভালো কাটেনি লিভারপুলের। পয়েন্ট টেবিলের সেরা চারে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে তারা যোগ্যতা হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার। পাঁচে থাকায় সুযোগ মিলেছে ইউরোপা লিগে। যে মঞ্চে তারা সবশেষ খেলেছিল ২০১৫-১৬ মৌসুমে।
পিএনএস/শাওন
৭ বছর পর ইউরোপা লিগে দাপুটে প্রত্যাবর্তন লিভারপুলের
22-09-2023 03:02AM
