পিএনএস ডেস্ক: আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সময়ের হিসাবে ওয়ানডে বিশ্বকাপের জন্য হাতে সময় আছে আর মাত্র ১২ দিন। তবে এশিয়া কাপ ও ইনজুরির কারণে এতদিন বিশ্বকাপের দল ঘোষণা করেনি পাকিস্তান। এবার চমক রেখে বিশ্বকাপ মিশনের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। আর সহ-অধিনায়ক হিসেবে শাদাব খানকে রাখা হয়েছে। এর আগে গতকাল (২১ সেপ্টেম্বর) অধিনায়ক ও সহ-অধিনায়কের সঙ্গে বৈঠকে দল ঘোষণার কথা জানায় তারা।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
পিএনএস/এএ
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলো পাকিস্তান
22-09-2023 01:49PM
