পিএনএস ডেস্ক: ২৫৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই খেই হারিয়েছে বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাসকে দিয়ে ভাঙনের শুরু।
১৬ বলে মাত্র ৬ রান করে সাজ ঘরের পথ ধরেন লিটন। তিনে নামা তানজিদ হাসানও খুব একটা সুবিধা করতে পারেননি। ১২ বলে ১৬ রান করে তিনিও ফিরেছেন সাজঘরে।
আর দুই বছর পর খেলতে নেমে চারে ব্যাট করতে আসা সৌম্য সরকারও মাঠে দাঁড়ানে পারেননি। মাত্র দুই বল খেলে ০ রানে ইশ সোধির বলে তিনিও সাজঘরে ফেরেন।
এরপর তাওহিদ হৃদও ফিরেছেন সোধির বলে। ৭ বলে মাত্র ৪ রান তুলতে পেরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এক প্রান্ত আগলে ছিলেন চোট কাটিয়ে দলে ফেরা ওপেনার তামিম ইকবাল।
শুরুতে ব্যাট করে ২৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মেহেদী হাসান ও খালেদ আহমেদ।
পিএনএস/এসএস
উইকেট হারিয়ে চাপে টাইগাররা
23-09-2023 08:20PM