সিলেটে মাশরাফী-শান্ত-জাকিরের সঙ্গী তানজিম সাকিব

  24-09-2023 03:12PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। আগেভাগেই সম্পন্ন হচ্ছে দল গোছানোর কাজ। রাজধানীর একটি হোটেলে রোববার দুপুরে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

বিপিএলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে আগেই রিটেইন করেছে সিলেট স্ট্রাইকার্স। পরে জাকির হাসান ও তানজিম হাসান সাকিবকেও ধরে রাখে তারা।

স্থানীয়দের মধ্যে সরাসরি চুক্তিতে তারা নিয়েছে নাজমুল হোসেন শান্তকে। বিদেশিদের মধ্যে সরাসরি চুক্তি করেছে রায়ান বুর্ল, বেন কাটিং, জর্জের সঙ্গে।

ড্রাফট থেকে তারা নিয়েছে মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরীকে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন