পিএনএস ডেস্ক : প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের লড়াইয়ে ভিন্ন তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল-ওয়েস্টহাম ইউনাইটেড, চেলসি-অ্যাস্টন ভিলা ও আর্সেনাল-টটেনহ্যাম। লিভারপুলের জয়ের রাতে টটেনহ্যামের বিপক্ষে ড্র করেছে আর্সেনাল। অন্য ম্যাচে চেলসিকে হারিয়েছে অ্যাস্টন ভিলা।
অ্যানফিল্ডে ওয়েস্টহামকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। স্বাগতিকদের হয়ে গোল তিনটি করেছেন মোহাম্মেদ সালাহ, ডারউন নুনেজ ও দিয়েগো জোটা। ওয়েস্টহামের একমাত্র গোলটি করেছেন জেরর্ড বোয়েন। এ নিয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে টেবিলের দুইয়ে জায়গা করে নিল লিভারপুল। পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও দুই হারে ওয়েস্টহাম টেবিলের সাতে।
এমিরেটস স্টেডিয়ামে টটেনহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক আর্সেনাল। স্বাগতিকদের প্রথম গোলটি আসে টটেনহ্যাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো পা থেকে। নিজেদের জালে বল পাঠিয়ে আর্সেনালকে এগিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার। অন্য গোলটি করেছেন বুকায়ো সাকা। সফরকারী দলের গোল দুটি করেছেন সন হিউং মিন। ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে সমান পয়েন্ট নিয়ে টেবিলের চারে ও পাঁচে অবস্থান টটেনহ্যাম ও আর্সেনালের।
অন্য আরেকটি ম্যাচে চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ১-০ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেছেন ওলিয়ে ওয়াটকিন্স। এ নিয়ে ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের ছয়ে অবস্থান করছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে ৬ ম্যাচে এক জয়, দুই ড্র ও তিন পরাজয়ে টেবিলের ১৪ নম্বরে চেলসি।
পিএনএস/শাওন
লিভারপুলের জয়ের রাতে ড্র করলো আর্সেনাল
25-09-2023 12:44AM
