পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন বাবর আজম, শাহীন শাহ, আফ্রিদিরা

  25-09-2023 11:35AM



পিএনএস ডেস্ক: ভারতে বিশ্বকাপ ক্রিকেটের ঢাকে কাঠি পড়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ। পাকিস্তান ক্রিকেট দলটি ইতিমধ্যেই ভারতে আসার ভিসা যন্ত্রণায় কাতর । তার ওপর পাক ক্রিকেটাররা গর্জে উঠলো সে দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। চার মাস মাইনে পাননি ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ড গত চারমাস তাদের প্রাপ্য রিটেনারশিপ ফিজ দিচ্ছে না। এমনিতেই ভারতীয় ক্রিকেটারদের তুলনায় তারা কম রিটেনারশিপ পান বলে পাক ক্রিকেটারদের মনে ক্ষোভ আছে। তারপর চার মাস ধরে বেতন বন্ধ। এর মধ্যে অনেকগুলি মেজর ম্যাচ খেলেছে পাক দল। বিদ্রোহী দলটির সিদ্ধান্ত- পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলাটা সম্মানের।

তাই, তারা খেলবেন। কিন্তু, পাক বোর্ডের দেওয়া কোনও লোগো বহন করবেন না। জার্সিতেও কোনো লোগো লাগাবেন না। অর্থাৎ, পাক বোর্ড লাভবান হতে পারে এমন কোনও কাজ তারা করবেন না। বিশ্ব কাপের আগে কি ক্ষোভের আগুন নিভবে? এই প্রশ্নের উত্তর সবারই অজানা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন