পিএনএস ডেস্ক: সোমবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। সকালে ব্রোঞ্জ নিশ্চিতের পদক বিকেলে হাতে পেলেন নিগার সুলতানা জ্যাোতিরা। ফাইনাল শেষে স্বর্ণ, রৌপ্যর সঙ্গে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।
পদকপ্রাপ্ত মঞ্চের মতো পদক প্রদান মঞ্চেও ছিলেন বাংলাদেশিরা। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে বাংলাদেশের শেফ দ্য মিশন একে সরকার, সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কর্মকর্তা হিসেবে পুরস্কার প্রদান মঞ্চে ছিলেন। একে সরকার বাংলাদেশ দলকে ও বুলবুল ভারত দলকে পদক প্রদানের সময় ফুল দিয়েছেন।
পদক প্রদান শেষে জাতীয় সঙ্গীত বাজে স্বর্ণজয়ী ভারতের। সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পতাকাও উত্তোলন করা হয়।
পিএনএস/এসএস
জ্যোতিদের গলায় এশিয়াডের পদক
25-09-2023 08:12PM
