কবে অবসর নেবেন, জানালেন সাকিব

  28-09-2023 01:45AM

পিএনএস ডেস্ক : দেশের ক্রিকেটপাড়া এখন উত্তাল। বিশ্বকাপের জন্য বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর থেকেও বেশি আলোচনায় বিশ্ব আসরের দল থেকে তামিম ইকবালের বাদ পড়া। তবে বিশ্বকাপ দলসহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেছেন সাকিব।

বিশ্বকাপের উদ্দেশ্যে সাকিব-শান্তরা দেশ ছাড়ার দিন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে দল নিয়ে সাকিবের একটি সাক্ষাৎকার। সেখানে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের অবসরের বিষয়টিও। সাকিবও জানিয়ে দিয়েছেন কবে অবসর নিতে চান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কবে অবসর নেবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, আজকের এই পরিস্থিতি থেকে যদি দেখি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবো। এটা ওয়ানডে ফরম্যাটের জন্য। আর টি-টোয়েন্টি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। টেস্টটা আরও আগেই ছেড়ে দেবো।"

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন