পিএনএস ডেস্ক : বিশ্বকাপের দলে জায়গা পাননি তামিম ইকবাল। বিভিন্ন মহলে এই নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই তামিমকে বাদ দেয়ার পেছনে দায়ী করছেন অধিনায়ক সাকিব আল হাসানকে। সাকিব অবশ্য সেই বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে বিশ্বকাপের দল নিয়ে সাকিবের একটি সাক্ষাৎকার। সেখানে ব্যাটিং পজিশন নিয়ে তামিমের সিদ্ধান্তকে 'বাচ্চাদের' মতে আচরণ বলে অভিহিত করেছেন সাকিব।
বুধবার নিজের ফেসবুক পেইজে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার বিষয়ে বিভিন্ন কথা বলেছেন তামিম। সেখানে তিনি অভিযোগ করেন, ক্যারিয়ারে সবসময় ওপেনিং করলেও বিশ্বকাপে তাকে সেই পজিশন থেকে সরানোর কথা উঠেছিল। দল থেকে তার সরে আসার পেছনে এটা ছিল অন্যতম কারণ। এবার সাকিবকে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এটিকে বাচ্চাদের মতো আচরণ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, 'রোহিত শর্মার মতো খেলোয়াড় সাত নম্বর থেকে ওপেনিংয়ে এসে দশ হাজার রান করে ফেলসে। ও (তামিম) যদি মাঝে মাঝে তিন-চারে নামে কিংবা ব্যাটিংয়ে না নামে, তাতে কি খুব একটা সমস্যা হয়? এটা আসলে অনেকটা বাচ্চা মানুষের মতো আচরণ। অনেকটা এমন যে আমার ব্যাট আমিই খেলব, আর কেউ খেলতে পারবে না।'
পিএনএস/শাওন
‘তামিমের আচরণ বাচ্চাদের মতো’
28-09-2023 02:13AM