পিএনএস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো অজিরা। এর মধ্যে দিয়ে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের উত্তেজনাও শেষ হয়েছে।
বিশ্বমঞ্চে দীর্ঘ ২০ বছর আগের ক্ষত পূরণের সুযোগ এসেছিল ভারতের সামনে। তবে সেটি তো কাজে লাগাতে তো পারেননি রোহিতরা, উল্টো হারের তেতো স্বাদ পেয়েছে স্বাগতিকরা। অজিদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে বিশ্বকাপ জেতা হয়ে উঠেনি মেন ইন ব্লুজদের।
ভারতের এমন পরাজয়ে দেশটির সাবেক ক্রিকেটাররা সমালোচনায় মেতেছেন। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন তারা।
ফাইনাল হারলেও কোহলিদের পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ফাইনালে তারাই সেরা ছিল। ট্র্যাভিস হেড অবিশ্বাস্য ছিল। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে, অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল জিতিয়েছে। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলেছে।’
ভারতীয় টিমের ব্যাপারে তিনি লেখেন, ‘পুরো আসরজুড়ে ভারতের ক্রিকেটাররা যে প্রচেষ্টা দেখিয়েছে, তার জন্য আমরা গর্ব করতেই পারি। পুরো বিশ্বকাপজুড়েই তারা আমাদের অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে।’
অন্যদিকে, দেশটির সাবেক স্পিনার হরভজন সিং লেখেন, ভারতীয়দের জন্য এই ধাক্কা কাটিয়ে ওঠা কঠিন। আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত। আমরা তোমাদের ভালোবাসি টিম ইন্ডিয়া।
এছাড়া ২০১১ বিশ্বকাপজয়ী তারকা গৌতম গম্ভীর লিখেছেন, ‘আমি যেটা আগেও বলেছি, আমরা একটি চ্যাম্পিয়ন দল। অনেক অনেক অভিনন্দন অস্ট্রেলিয়া।’
পিএনএস/এএ
ভারতের হারের পর প্রশংসায় মেতেছেন শেহবাগ-গম্ভীর-হরভজন
20-11-2023 02:38PM