হেডের স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি ভারতীয়ের!

  20-11-2023 05:32PM

পিএনএস ডেস্ক : আহমেদাবাদে ত্রয়োদশ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথম ইনিংসে বিধ্বংসী হয়ে ওঠা রোহিত শর্মার দারুণ ক্যাচ তালুবন্দী করেন হেড। পরে চাপের মুখে ১২০ বলে ১৩৭ রানের নিখুঁত অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাতে স্বাগতিকদের হারিয়ে অস্ট্রেলিয়ার হাতে বিশ্বকাপ তুলে দেন তিনি।

তার অনবদ্য পারফরম্যান্স ফাইনালে দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন। এই হেডের ইনিংসের কাছেই গত টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারতে হয়েছিল ভারতকে। হেড বারবার স্বপ্নভঙ্গ করছেন রোহিতদের।তাতেই চটেছেন কয়েকজন ভারতীয় ক্রিকেটপ্রেমী।

রোববার বিশ্বকাপ ফাইনালের পর সোশ্যাল মিডিয়ায় সরাসরি হেডকে হুমকি দেওয়া হয়। অস্ট্রেলীয় ওপেনারের স্ত্রী এমনকী এক বছরের মেয়েকেও ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

অবশ্য হেডের পরিবারকে এমন কদর্য আক্রমণ এবং মানসিকতার জন্য নিন্দা জানাচ্ছেন ভারতেরই অনেক ক্রিকেটপ্রেমীও। কেউ কেউ আবার পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন