পিএনএস ডেস্ক : কী হওয়ার আশায় ছিল ভারত, কী হলো কাল আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হবে - নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লাখের বেশি ভারতীয়র রোমাঞ্চে গরম বাতাসে সেই আশাই বাজছিল। কিন্তু প্যাট কামিন্সের লক্ষ্য বাস্তবায়ন করে পুরো স্টেডিয়ামকে যেন 'লাইব্রেরি' বানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। স্তব্ধ করে দিয়েছে গ্যালারির আওয়াজ, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ানদেরই মাথায় শোভা পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নের তাজ।
ম্যাচ শেষ হতে না হতেই আরেক দুঃসংবাদ পেয়েছেন বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি আলো ছড়ানো পেসার মোহাম্মদ শামি। ম্যাচ চলার সময়েই তাঁর মা আনুম আরা অসুস্থ হয়ে পড়েন, এতটাই যে তাঁকে দ্রুত হাসপাতালেও ভর্তি করাতে হয়। অবশ্য ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, আনুম আরার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
শামির এলাকা, অর্থাৎ, উত্তর প্রদেশের আমরোহা জেলার সাহাসপুর গ্রামে কাল উৎসবের আমেজ ছিল ম্যাচের আগে। থাকবে না-ই বা কেন! নিজেদের এলাকার সন্তান দেশের জার্সিতে বিশ্বকাপের ফাইনালে খেলছেন, এটাই গর্ব করার মতো ব্যাপার, তারওপর ভারতকে ফাইনালে তোলায় এবার শামির বোলিংয়ের অবদানের কথা আলাদা করে বলতে হয়। প্রথম চার ম্যাচে একাদশের বাইরে থাকা শামিই কি না শেষ পর্যন্ত এবার বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি! সাহাসপুর গ্রামে, আমরোহা জেলার বিভিন্ন জায়গায় তাই কাল বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল।
কিন্তু আগে ব্যাটিং পাওয়া ভারতের ইনিংস যত গড়িয়েছে, উৎসব যেন ততটাই মাটি হয়েছে। ভারত যে আগে ব্যাট করে মাত্র ২৪০ রান করেছে! এরপর অবশ্য ভারতের বোলিংয়ের শুরু হতে অবশ্য সাহাসপুর ভেসেছে উচ্ছ্বাসে। শামির বলে যে আউট হয়ে গেলেন ওয়ার্নার! এরপর বুমরা দ্রুতই মার্শ ও স্মিথকে ফেরালে পুরো ভারতের মতো সাহাসপুরও জেগে ওঠে আশায়। কিন্তু ট্রাভিস হেড ও মারনাস লাবুশেনের ১৯২ রানের জুটি এরপর উচ্ছ্বাসে উদ্বাহু হাতগুলোকে একজোড় করে দিয়েছে প্রার্থনায়। তাতেও লাভ হয়নি, অস্ট্রেলিয়াই জিতেছে।
সে তো মাঠের হিসাব, মাঠের বাইরে শামি পরিবার পড়েছে আরেক দুশ্চিন্তায়। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শামির মা আনুম আরা। জ্বরের পাশাপাশি তীব্র স্নায়ুচাপে ভুগছিলেন তিনি। শামির আত্মীয়স্বজন ও বন্ধুরা সময় নষ্ট না করে দ্রুতই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আরও ভালো সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
শামির কাজিন ডক্টর মুমতাজ জানিয়েছেন আনুম আরার সর্বশেষ অবস্থা, 'তাঁকে জ্বর ও নার্ভাসনেসের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাঁর অবস্থা স্বাভাবিকই আছে।'
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পিএনএস/এএ
অসুস্থ মায়ের চিন্তা মাথায় নিয়ে ফাইনাল খেলেছেন শামি
20-11-2023 11:09PM
