কোহলি-রোহিতদের ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ দল ঘোষণা ভারতের

  21-11-2023 02:29AM

পিএনএস ডেস্ক : এক যুগ পর বিশ্বকাপ শিরোপার দ্বারপ্রান্তে ছিল ভারত। ঘরের মাঠের টুর্নামেন্টটিতে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে ক্রিকেটাররাও রীতিমতো উড়ছিলেন। টানা ১০ জয়ে কাঙ্ক্ষিত ট্রফি থেকে ছিলেন এক কদম দূরে। তবে শেষবেলায় রোহিত-কোহলিদের জন্য গল্পটা হলো বিষাদের।

আহমেদাবাদের লাখ খানেক জনসমুদ্রকে হতাশ করে শিরোপা ছিনিয়ে নিয়ে গেছে মাইটি অস্ট্রেলিয়া। হাতের মুঠোয় থাকা কাপ বেহাত হয়ে যাওয়ার বেদনায় পুড়ছে গোটা ভারত। ক্ষতবিক্ষত টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমও।

বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আবার অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলতে নেমে পড়ছে ভারত। গত রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আর আগামী ২৩ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু বিশাখাপত্তম, যার মানে বিশ্বকাপের ফাইনালের পর এখন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য দৌড়াতে হচ্ছে দুই দলের খেলোয়াড়দের।

অবশ্য দেড় মাসজুড়ে চলা ম্যারাথন এই বিশ্বকাপে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় দ্বিতীয় সারির দল নিয়েই খেলাতে পারে ভারত-এমন আভাস পাওয়া যাচ্ছিলো। সোমবার ঘোষিত স্কোয়াডেও তেমনটাই দেখা গেল। কোহলি-রোহিতসহ নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। হার্দিক পান্ডিয়ার চোট না সারায় নতুন অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

প্রতিযোগিতার প্রথম তিনটি ম্যাচে দলের সহ-অধিনায়ক থাকবেন ঋতুরাজ গায়কোয়াদ। শেষ দু’টি ম্যাচে সহ-অধিনায়ক হিসাবে দলে যোগ দেবেন শ্রেয়াস আইয়ার। বিশ্বকাপের দল থেকে সূর্যকুমার বাদে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঈশান কিশানকে। নির্বাচকেরা মনে করেছেন, এই তিন জন বিশ্বকাপে যথেষ্ট সুযোগ পাননি। তাই টি-টোয়েন্টির দলে নেওয়া হয়েছে। সব সিনিয়র ক্রিকেটারসহ বাকিদের বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে যে দল খেলতে গিয়েছিল সেই দলের অনেকে সুযোগ পেয়েছেন।

যেমন, ভারতীয় দলের জার্সি গায়ে আবার দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহকে। থাকছেন আইপিএলে ঝড় তোলা তিলক বর্মা, শিবাম দুবে, জিতেশ শর্মারাও। আরশদীপ সিংহ আবার দলে ফিরেছেন। মুকেশ কুমারও রয়েছে।

এদিকে, বিশ্বকাপ চলাকালেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী দলটওর বেশিরভাগ সদস্যই আছেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। যদিও বিশ্রাম পেয়েছেন প্যাট কামিন্স। আসন্ন সিরিজে নেতৃত্ব সামলাবেন ম্যাথু ওয়েড। এ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৮ সদস্য-শন অ্যাবট, ট্রাভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা রয়েছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবাম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন