টের স্টেগেনের পিঠে সফল অস্ত্রোপচার

  08-12-2023 11:37PM

পিএনএস ডেস্ক : সেরে উঠতে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে। বার্সেলোনা গোলরক্ষকের পিঠের অস্ত্রোপচার সফল হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি জানায় বার্সেলোনা। তবে ৩১ বছর বয়সী টের স্টেগেন কবে মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে কিছু বলা হয়নি।

পিঠের এই চোটের কারণে গত মাসে আন্তর্জাতিক বিরতিতে জার্মানি দল থেকে ছিটকে যান টের স্টেগেন। খেলতে পারেননি তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে জার্মানির দুটি প্রীতি ম্যাচ।

এরপর বার্সেলোনার হয়েও সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে খেলতে পারেননি তিনি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৭ ম্যাচ খেলেছেন টের স্টেগেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন