ভিলা পার্ক থেকে জয় নিয়ে ফিরল ইউনাইটেড

  12-02-2024 01:51AM

পিএনএস ডেস্ক : বাজে সময় পার করে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের শুরুতে অধারাবাহিক দলটি, এখন আছে লিগে অসাধারণ ফর্মে। লিগে টানা তিন ম্যাচ অপরাজিত থাকা ইউনাইটেড, রোববার (১১ ফেব্রুয়ারি) অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে।

ঘরের মাঠ ভিলা পার্কে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেয় অ্যাস্টন ভিলা। তবে ম্যাচের প্রথমেই এগিয়ে যায় সফরকারীরা। ১৭ মিনিটে দলকে লিড এনে দেন রাসমাস হইলুন্দ। মৌসুমের শুরুতে ছন্দে না থাকলেও, এই ডেনিশ স্ট্রাইকার গত কয়েক সপ্তাহ ধরে আছেন দারুণ ফর্মে। লিগে এটি হইলুন্দের পঞ্চম গোল।

প্রথম হাফে আর কোন গোল হয়নি। তবে দ্বিতীয় হাফে সমতায় ফেরে স্বাগতিক ভিলা। ম্যাচের ৬৭ মিনিটে দলকে সমতায় ফেরান ডগলাস লুইজ। তবে ম্যাচের ৮৬ মিনিটে আবারো লিড পেয়ে যায় টেন হ্যাগের দল। ম্যাচের শেষ মুহূর্তে দলের জয়সূচক গোলটি করেন ইউনাইটেডের স্কটিশ মিডফিল্ডার ম্যাকটমিনে।

বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে ভিলার মাঠ ছাড়ে ইউনাইটেড। লিগে গত ডিসেম্বরের পর আর কোন ম্যাচ হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে এই জয়ের পরও লিগে ভিলার চেয়ে পিছিয়ে ম্যানইউ। ২৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ইউনাইটেড।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন