পিএনএস ডেস্ক: প্রথম লেগে জয়সূচক গোলটি করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয় লেগেও জালের দেখা পেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। আল ফায়হাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল তার দল আল নাস্র।
শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে নিজেদের মাঠে আল নাস্রের জয় ২-০ গোলে। প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় সেরা আটে উঠল দলটি।
ম্যাচের সপ্তদশ মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাস্র। ওই ব্যবধান ধরে রেখে জয়ের পথেই ছিল তারা। যা একটু অনিশ্চয়তা ছিল, তার ইতি রোনালদো টেনে দেন ৮৬তম মিনিটে লক্ষ্যভেদ করে।
সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিতে এগিয়ে যান রোনালদো, গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করার সুযোগ পেলেও পারেননি। কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় বক্সে নিয়ন্ত্রণ পেয়ে ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মহাতারকা।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আল নাস্রের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। দুই দল প্রথম লেগে মুখোমুখি হবে আগামী মার্চের প্রথম সপ্তাহে।
পিএনএস/এএ
রোনালদোর গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আল নাস্র
22-02-2024 03:06AM