এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট

  02-03-2024 01:51PM



পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরুর আগে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে তামিম ইকবাল বলেছিলেন, ফরচুন বরিশাল এবার ফাইনাল খেলবে। স্ত্রীকে দেওয়া কথা রেখেছেন তিনি।

কেবল শিরোপার লড়াইয়েই সীমাবদ্ধ থাকেননি ড্যাশিং এই ওপেনার। শিরোপা উৎসবেও মেতেছেন রীতিমতো।

এদিকে বরিশাল ফাইনাল নিশ্চিতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আয়েশা নিজেই স্বামীর কথা রাখার বিষয়টি তুলে ধরেছিলেন।

এবার শিরোপা উল্লাসের পর ফের সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির চট্টলা এক্সপ্রেসের স্ত্রী। সেখানে এক পোস্টে শিরোপাজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন আয়েশা। একই সঙ্গে বরিশালের অধিনায়ক তামিমের প্রতি সমর্থন ও আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ দেন তিনি।

ফেসবুক পোস্টে আয়েশার ভাষ্য, কী দুর্দান্ত জয় এটি। দলের প্রত্যেকটি খেলোয়াড় অসাধারণ খেলেছেন। একেই বলে দলগত পারফরম্যান্স। একই সঙ্গে যারা তামিমের জন্য দোয়া করেছেন, তার পাশে থেকেছেন সবাইকে ধন্যবাদ জানাই।

এদিকে এমন খুশির মুহূর্তেও বেইলি রোডের দুর্ঘটনার শোকে পীড়িত আয়েশা। এ প্রসঙ্গে তার মন্তব্য, এত চমৎকার মুহূর্তেও আমার মন পড়ে আছে, গতরাতে মর্মান্তিক দুর্ঘটনায়। গতরাতে যা ঘটেছে, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ সবার কষ্ট সহনশীল করে দিন।

উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় চারবারের চ্যাম্পিয়নরা।

জবাব দিতে নেমে ৬ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা উল্লাসে মাতে দক্ষিণ অঞ্চলের দলটি।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন