পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নেমেছে গতকাল। শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এদিকে দীর্ঘ দেড় মাসের জমজমাট এই টুর্নামেন্ট শেষে ফের শুরু হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের কর্মব্যস্ততা।
দীর্ঘ বিরতি শেষে আবার মাঠে ফিরতে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে টাইগাররা।
আগামী ৪ মার্চ থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ৪ মার্চ থেকে শুরু হতে চলা এই সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ম্যাচগুলো সর্বনিম্ন ২০০ টাকায় দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
সিলেট স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়া স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। এছাড়াও ইস্টার্ণ গ্যালারির টিকিট মিলবে ৩০০ টাকায়। আর ক্লাব হাউজে বসে খেলা দেখতে হলে গুণতে হবে ৫৫০ টাকা। এছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে দেড় হাজার টাকা।
ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন দর্শকরা। এছাড়া ক্রিকেটপ্রেমীরা ২মার্চ থেকে অনলাইনেও টিকিট কিনতে পারবেন। লঙ্কানদের বিপক্ষে ৪ মার্চ প্রথম টি টোয়েন্টির পর ৬ ও ৯ মার্চ সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে টাইগাররা। এরপর তিন ম্যাচের ওয়ানডে এবং ২ টি টেস্টেও সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।
পিএনএস/এমএইউ
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিটের দাম জানাল বিসিবি
02-03-2024 03:45PM
