অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

  27-05-2024 02:37AM

পিএনএস ডেস্ক : আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জার্সি কেমন হবে তা নিয়ে অনেকেই কৌতূহল ছিল। অবশেষে উন্মোচন করা হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি।

রোববার (২৬ মে) বিসিসি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি গ্রুপ ছবি পোস্ট করে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি প্রকাশ করে। ছবিতে ছিলেন বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা সকল ক্রিকেটাররাই।

বাংলাদেশের জার্সিতে স্বাভাবিকভাবেই সবুজের প্রাধান্য থাকে। এবারের বিশ্বকাপ জার্সিতেও তার ব্যতিক্রম ঘটেনি। তার পাশাপাশি দুই হাতের অংশে লাল রং রয়েছে। গলার দুই পাশে হালকা হলুদ রঙের ছটাও রয়েছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন