বীরেন্দ্র শেবাগ মনে করেন সাকিবের অবসর নেওয়া উচিত!

  12-06-2024 12:41AM

পিএনএস ডেস্ক: সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন মাত্র ১ ওভার। উইকেটের দেখা পাননি। আর দিলেন ৬ রান। এরপর ব্যাট হাতে দলের দারুণ প্রয়োজনে হতাশ করলেন। আউট হন মাত্র ৩ রানে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেও বোলিংয়ের কোটা পূর্ণ করেননি। ব্যাট হাতে দলকে বিপদে ফেলে ৮ রান করে ফিরে গিয়েছেন সেই ম্যাচে।

প্রোটিয়াদের বিপক্ষে তার ব্যাটিং দেখে অনেকেই হতাশ। এমন বিবর্ণ সাকিবকে আর বাংলাদেশ দলে দেখতে চান না বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, সাকিবের আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল। বিশ্বকাপের পর সাকিবকে আর খেলানো উচিত নয় বলেও রায় দিলেন তিনি।

টি-টোয়েন্টিতে সর্বশেষ ফিফটি এসেছে ২০২২ সালে। তাও আবার ১৯ ইনিংস আগে। আবার সবশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাকিবের ব্যাটিং পারফরম্যান্স ভুলে যাওয়ার মতো। ২০২১ বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ১৩১ রান করেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে করেন মাত্র ৪৪। আর চলতি বিশ্বকাপটাও ভাল হচ্ছে না।

সাকিবের অবসরের সময় হয়ে গেছে কি না, এমন প্রশ্নে শেবাগ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, ওকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত, এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি আমি। সাকিবের (অবসরের) সময় আগেই হয়েছে।’

সাকিব আনরিখ নর্কিয়ার বলে পুল করতে গিয়ে আউট হন। এই শটের সমালোচনা করে শেবাগ বলেন, ‘অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয়, তাহলে সেটা করে দেখাতে হবে। এই উইকেটে কিছু সময় তো দাও। মনে রাখতে হবে তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও। তুমি বাংলাদেশের খেলোয়াড়। সেটা হিসাব করে খেলো। হুক-পুল তোমার শট নয়। তোমার যেটা শট, সেটা খেলো, উইকেটে থাকো। আমি বলব কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় নির্বাচকদের এসেছে। তরুণদের সুযোগ দিতে হবে। এই বিশ্বকাপের পর ওর খেলা উচিত- ওকে খেলানো উচিত। নিশ্চয়ই নির্বাচকরা এটা ভাববে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন