পিএনএস ডেস্ক: ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত, ক্যাচ জেতায় ম্যাচ। যার অর্থ, ক্যাচ তালুতে জমাতে পারলে ম্যাচের ফলকে পক্ষে আনা যায়। আর যদি ক্যাচ হাত ফসকে যায়, তাহলে জেতা ম্যাচটাও হাতের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইটে ওঠার পেছনেও এই ক্যাচতত্ত্বের অবদান অনেক।
বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন দল ফিল্ডিংয়ে কেমন করেছে তথা ক্যাচের সুযোগগুলো কারা বেশি লুফে নিতে পেরেছে, সে তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির দেওয়া তথ্যে জানা যায়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যাচের সুযোগ লুফে নেওয়ার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে বাংলাদেশ। ২১ বার ক্যাচ নেওয়ার সুযোগ পেয়ে ২০ বারই বল তালুতে জমাতে পেরেছেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ ধরার দিক দিয়ে বাংলাদেশের সাফল্যের হার ৯৫.২ শতাংশ। অবশ্য এক্ষেত্রে বাংলাদেশকে সেয়ানে-সেয়ানে টক্কর দিয়েছে গ্রুপ ‘ডি’র আরেক দল নেদারল্যান্ডস। ক্যাচ ধরার দিক দিয়ে তারাও বাংলাদেশের সমান ৯৫.২ শতাংশ সাফল্য পেয়েছে।
বাংলাদেশ আর নেদারল্যান্ডস বাদে অন্তত ৯০ শতাংশের বেশি ক্যাচ লুফে নিতে পেরেছে কেবল দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যাচ ধরার হিসাবে তাদের সাফল্যের হার ৯১.৩ শতাংশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি ক্যাচ নেন বল হাতে আগুন ঝরানো পেসার তানজিম হাসান সাকিব। তিনটি করে ক্যাচ নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান।
এসএস
যে ‘ফর্মুলায়’ সুপার এইটের টিকিট পায় বাংলাদেশ
19-06-2024 09:07PM