ইংল্যান্ড- অস্ট্রেলিয়াকে সমুচিত জবাব দিলে আফগানরা

  23-06-2024 05:11PM

পিএনএস ডেস্ক: মাঠের বাইরে ফাঁকা বুলি ছুঁড়ে নয়, জবাবটা দিতে হয় ব্যাটে-বলে। এই কথাটাকেই যেন আরও একবার বুঝিয়ে দিলো আফগানিস্তান। রশিদদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আফগানিস্তানে নারীদের উপর দেশটির ক্ষমতাসীনরা নিপীড়ন চালাচ্ছে, এমন অভিযোগ তুলে আফগানিস্তানের বিপক্ষে কোনো সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় ওই দুই দেশ। তবে আইসিসি ইভেন্টে আফগানদের সঙ্গে খেলতে কোনো সমস্যা নেই তাদের।

১০ মাসের মধ্যে বিশ্বকাপে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দেশকেই হারের স্বাদ দিয়ে ‘অন্যরকম’ এক জবাব দিয়ে দিলো আফগানিস্তান। ভারতের মাটিতে অনুষ্ঠেয় গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়তে থাকা অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়েছেন রশিদ-নবীরা।

আফগানিস্তানে এখন তালেবান সরকার ফিরেছে। আর কট্টর এই গোষ্ঠীর শাসনামলে নিপীড়নের শিকার হচ্ছেন নারীরা। দেশটিতে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ একপ্রকার নিষিদ্ধ বলা চলে। স্বাভাবিকভাবেই আফগানিস্তানে মহিলা ক্রিকেট ব্রাত্য।

আর মেয়েদের ক্রিকেট নিয়ে আফগানিস্তানের অবস্থানে পরিবর্তন না এলে দেশটির পুরুষ ক্রিকেট দলের সঙ্গে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ বয়কটের হুমকি দিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। তাতেও অবশ্য কাজ হয়নি। অস্ট্রেলিয়া তাদের সিদ্ধান্তে অটল থাকে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পেয়ে সে ঝাল মেটাতে ভোলেননি রশিদ খানরা। রোববার কিংসটাউনের মাঠে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রয়েছে আফগানিস্তান।

এর আগে গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে ৬৯ রানের বড় ব্যবধানে হারের স্বাদ দিয়েছিলেন রশিদরা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন