পিএনএস ডেস্ক: কোপা আমেরিকা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে বনাম কলম্বিয়া। এই দুই দলের মধ্যকার জয়ী দল খেলবে ফাইনালে। দুই দলই রয়েছে যথেষ্ট ফর্মে। কোনো খেলায় এখনো হারেনি তারা। দু’দলই ব্রাজিলের বিপক্ষে খেলেছে। অথচ হারেনি তারা।
ম্যাচে ফেভারিট বলতে গেলে উরুগুয়ে। এবারের কোপাতে তারা দুর্দান্ত ফুটবল খেলছে। দলে রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার। বিশেষ করে রিয়াল মাদ্রিদের খেলা ফেদে ভালভার্দে রয়েছেন দুরন্ত ফর্মে। এই
ম্যাচে দু’দলের মধ্যেকার পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ভালভার্দের। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তার খেলা ছিল চোখে পড়ার মতো। সেমির ম্যাচে উরুগুয়ের সাপোর্টাররা তার দিকেই চেয়ে থাকবে।
শুধু ভালভার্দে নয়, দলে রয়েছেন ড্যারিউন নুনেজ, রোনাল্ডো আরাউহো আর বেন্তাকুরের মতো খেলোয়াড়রা। নুনেজ তো এবার
ইংলিশ লিগ মাতিয়েছেন। কোপাতে প্রতিটি ম্যাচেই ভালো খেলেছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে লালকার্ডের মুখ দেখায় সেমিতে
তারা পাচ্ছে না নাইতান নানদেজকে। তবে উরুগুয়ের আক্রমণভাগে রয়েছে লুইস সুয়ারেজের মতো খেলোয়াড়।
এবারের কোপাতে উরুগুয়ে খেলতে এসেছে অনেকটা ফেভারিট হিসেবে। এর কারণ হিসেবে বলা চলে বিশ^কাপ বাছাইপর্বে তাদের পারফরমেন্স। বিশেষ করে দুই জায়ান্ট দল ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়েছে তারা। কলম্বিয়ার বিপক্ষে তারা সেরাটাই খেলবে।
কলম্বিয়া দারুণ ফুটবল দলে পরিণত হয়েছে। এখন পর্যন্ত টানা ২৭ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। কোপাতে কঠিন গ্রুপে পড়েও সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে আসে তারা। গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে তারা উড়িয়ে দিয়েছে পানামাকে ৫-০ গোলে।
কলম্বিয়া দলে রয়েছে অন্যতম অভিজ্ঞ স্ট্রাইকার হামেশ রদ্রিগেজ। দলের হয়ে প্রতিটি ম্যাচেই সেরা খেলাটা খেলছেন তিনি। দলের প্রধান কান্ডারি যে তিনি। তেমন গোল না পেলেও দলের ত্রানকর্তা তিনিই। কোয়ার্টার ফাইনালে অবশ্য পানামার বিপক্ষে পেনাল্টি থেকে গোলের দেখা পেয়েছেন তিনি।
কলম্বিয়ার আরেক ফরোয়ার্ড ড্যানিয়েল মুনোজ রয়েছেনন দারুণ ফর্মে। আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের পর তিনি আর ভেনেজুয়েলার সলোমর রনডন রয়েছেন গোলদাতাদের তালিকার শীর্ষে। লাউতারো ৪ গোল করে সবার ওপর রয়েছেন তার পরই রয়েছেন মুনোজ ও রনডন তিনটি করে গোল করে। এছাড়া আরেক খেলোয়াড়ের নাম না বললে নয়, হুয়ান কুয়াদ্রাদো। কলম্বিয়া দলের অক্সিজেন বলা যায় তাকে। এখন দেখার বিষয় কে যায় ফাইনালে। উরুগুয়ে নাকি কলম্বিয়া!
এসএস
ফাইনালের টিকিট কার, উরুগুয়ে নাকি কলম্বিয়ার
10-07-2024 12:30AM