সহজ জয়ে প্যারিস অলিম্পিকের কোয়ার্টারে আর্জেন্টিনা

  30-07-2024 11:26PM

পিএনএস ডেস্ক: প্রথম ম্যাচের হারে কিছুটা ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা, দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ের মাশ্চেরানোর দলটি। ফলে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপপর্বের শেষ ম্যাচে ড্র–ই যথেষ্ট, এমন সমীকরণ নিয়ে আলবিসেলেস্তেরা মাঠে নামে। তার চেয়েও বড় ফল পেয়েছেন হুলিয়ান আলভারেজরা। থিয়েগো আলমাদা ও ক্লদিও এচিভেরির গোলে ইউক্রেনকে ২-০ ব্যবধানে হারিয়ে তারা স্বর্ণ জয়ের পথে একধাপ এগিয়ে গেল, পা রাখলো কোয়ার্টারে।

স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে অলিম্পিক খেলতে প্যারিসে পা রাখে মাশ্চেরানোর আর্জেন্টিনা। ফলে আজ (মঙ্গলবার) লিঁও’র গ্রুপামা স্টেডিয়ামে নামার আগেও তাদের লক্ষ্যটা বড়-ই ছিল। ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত, তবুও আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে তাদের জয়ই দরকার ছিল। যদিও প্রথমার্ধ গোলশূন্য সমতায় থাকায়, সেটা কিছুটা কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধেই আসে দুটি গোল, বিপরীতে একবারও জালের দেখা পায়নি ইউক্রেন।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আলভারেজদের। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের পা থেকেই প্রথম সুযোগটি আসে দ্বাদশ মিনিটে। তবে তার ডানপায়ের শট চলে যায় গোলবারের ওপর দিয়ে। এরপর ১৮তম মিনিটে ইউক্রেনও ভালো সুযোগ তৈরি করে। তবে ক্রুপসির নেওয়া শটটিও পেরোয় বেশ বাইরে দিয়ে। এভাবে প্রথমার্ধ জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও, আর্জেন্টিনা-ইউক্রেন গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আর্জেন্টিনার হয়ে ডেডলক ভাঙেন আলমাদা। ৪৭ মিনিটে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে বল বাড়ান ক্রিস্টিয়ান মেদিনা, বক্সের বাইরে থেকে জোরালো শটে ডানপ্রান্ত দিয়ে বল জালে জড়ান আলমাদা। এতে ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা। ৬০ মিনিটের পর উভয় দলই ম্যাচে আধিপত্য দেখাতে একাদশে বেশ কয়েকটি পরিবর্ত আনে। পরপর দুইবার আর্জেন্টিনার রক্ষণে হানা দেন ইউক্রেনীয়রা। তবে প্রথমবার গোলরক্ষক আর পরেরটি রক্ষণে নষ্ট হয় তাদের সুযোগ দুটি।

এভাবে ম্যাচ গড়াচ্ছিল ১-০ গোলে নিষ্পত্তির দিকে। তখন ৯০ মিনিটের খেলা শেষ হয়ে অতিরিক্ত সময়ের প্রথম মিনিট, তখনই ফের আর্জেন্টিনার আঘাত। ক্লদিও এচিভেরি বক্সের মাঝামাঝি জায়গা থেকে ডানপ্রান্ত দিয়ে বল জালে জড়ান। ফলে দ্বিগুণ লিড পেয়ে যায় আর্জেন্টিনা, যা তাদের বড় জয়ও নিশ্চিত করে ফেলে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন