তুরস্কের শুটার ইউসুফকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

  02-08-2024 07:17PM

পিএনএস ডেস্ক: বড় কোনো রেকর্ড গড়েননি, এমনকি স্বর্ণপদক জিতেছেন এমনও নয়। তবু সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল তুরস্কের শুটার ইউসুফ দিকেচ। কান বা চোখে বাড়তি কোনো সরঞ্জাম না পরেই মাথা ঠাণ্ডা রেখে অলিম্পিকে রৌপ্যপদক জিতেছেন ৫১ বছর বয়সি এই শুটার।

সাধারণত শুটিং ইভেন্টের প্রতিযোগীদের বন্দুক বা পিস্তল ছাড়াও আরও বহু সরঞ্জামের প্রয়োজন হয়। যেমন একটি বিশেষ চশমা পরতে হয়। যার এক দিক ঢাকা থাকে। মূলত দৃষ্টি ঠিক রাখার জন্যই এই চশমা পরে থাকেন শুটাররা। একইসঙ্গে বাইরের আওয়াজ নিয়ন্ত্রণের জন্য বিশেষ ধরনের হেডফোনও পরতে হয়।

কিন্তু ইউসুফ সেসব না পরেই ভেন্যুতে চলে আসেন। এমনকি শুটিংয়ের সময় তার অঙ্গভঙ্গি ছিল অত্যন্ত সাবলীল। সাধারণ একটা চশমা চোখে আর সাদা টি শার্ট গায়ে জড়িয়ে তাক লাগিয়ে দেন এই অ্যাথলেট।

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে এমন রূপে হাজির হন ইউসুফ। সেখানে সঙ্গী সেভাল ইলায়দা তারহানকে নিয়ে রুপা জেতেন তুরস্কের এই ক্রীড়াবিদ। স্বর্ণপদক জিততে না পারলেও ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন এই শুটার।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন