আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতীয় দল পাকিস্তান সফরে যাবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার: বিসিসিআই

  01-10-2024 10:44PM

পিএনএস ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্য দলগুলোর পাকিস্তান সফর নিয়ে দ্বিমত না থাকলেও বেঁকে বসেছে ভারত।

এক যুগেরও বেশি সময় হলো পাকিস্তান সফরে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। শুধু তাই নয়, পাকিস্তান দলকেও ঘরের মাঠে আমন্ত্রণ জানাচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কিনা- এ ব্যাপারে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, জাতীয় দল আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের সরকার।

পিটিআইকে রাজিব শুক্লা বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্যা ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কিনা তা এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের দল কোন দেশে যাবে নাকি যাবে না তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন