ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পিএনএস ডেস্ক:
স্কটল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েটি বিশ্বকাপের নবম আসরে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগ্রেসরা।
শনিবার (৫ অক্টোবর) আরব আমিরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন দিলারা আক্তার। অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ইংলিশরাও।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানী, শোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
ইংল্যান্ড একাদশ: মাইয়া বাউচিয়ার, ড্যানি ওয়াট, এলিস ক্যাপসি, ন্যাট সাইভার ব্রান্ট, হিদার নাইট (অধিনায়ক), অ্যামি জোন্স, ড্যানিয়েল গিবসন, চার্লি ডিন, সারাহ গ্লেন, সোফি একলেস্টোন ও লিন্সে স্মিথ।
এসএস
ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
05-10-2024 07:54PM