টি-টোয়েন্টির পিচ নিয়ে আশার কথা শোনালেন বিসিবি সভাপতি

  08-10-2024 11:09AM

পিএনএস ডেস্ক: হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলার উইকেট নিয়ে সমালোচনার কমতি নেই। চার-ছক্কার ফুলঝুরি দেখা যায় না খুব একটা। ক্রিকেটার থেকে কোচরা এ নিয়ে অভিযোগ করেছেন অনেকবারই। সম্প্রতি ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঠগড়ায়ও দেশের উইকেট।

গতকাল (সোমবার) মিরপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো উইকেট তৈরির কথা। গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘পিচের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনারা। গ্রাউন্ডসের চেয়ারম্যান কথা বলেছেন। আমি এবার নিশ্চিত করব ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন।'

'এই স্পষ্ট নির্দেশনা দেওয়ার পরেও যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব (হাসি)। আমি চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয়। যাতে প্লেয়াররা ভালো উইকেটে রান করতে পারে, বোলাররা উইকেট নিতে পারে।’

ফারুক আরও বলেন, ‘ডিসেম্বর-জানুয়ারিতে রোদের তাপ কিন্তু কম, সবসময় সোজা না টপ উইকেট তৈরি করা অনেক রেগুলার শিশিরের ব্যাপার থাকে। একটু সফট থাকে উইকেট, অত হার্ড পাবেন না সাভারের মত, যদি বৃষ্টি না থাকে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন