যে স্বপ্ন পূরণ করে অবসর নিতে চান কোহলি

  03-11-2024 08:29PM

পিএনএস ডেস্ক:

২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসর। এখন পর্যন্ত শেষ হওয়া ১৭টি আসরেই র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন বিরাট কোহলি। কিন্তু একবারও শিরোপা জিততে পারেননি এই কিংবদন্তি ব্যাটার। তারপরও ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে কোহলিকে ধরে রেখেছে বেঙ্গালুরু।

এর মধ্যেই শোনা যাচ্ছে আবারও অধিনায়কত্বে ফিরছেন কোহলি। আইপিএলের আগামী আসরে কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এবার বেঙ্গালুরুকে নিয়ে নিজের চিন্তা এবং স্বপ্নের কথা জানিয়েছেন কোহলিরা। আইপিএল ক্যারিয়ারের ইতি টানার আগে অন্তত একবার বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিততে চান তিনি।

সম্প্রতি বেঙ্গালুরুর এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‌আরসিবি আবারও আইপিএলের তিন বছরের চক্রের জন্য আমাকে ধরে রেখেছে। আমি বরাবরের মতোই রোমাঞ্চিত। সকলেই জানে আমার কাছে আরসিবির গুরুত্ব ঠিক কতটা। এত বছর ধরে এটি স্পেশাল এক সম্পর্ক, যা আরও শক্তিশালী হতে চলেছে। আরসিবির হয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ কিছু।

নিজের আইপিএল ক্যারিয়ার নিয়ে এই ব্যাটার বলেন, আইপিএলে অন্য কোনো দলে খেলব না। এখানেই অবসর নেব। তবে তার আগে আরও তিন বছর সময় আছে। এটাই আমাদের সুযোগ। যে দল আমাকে ভালোবাসা দিয়েছে, তাকে চ্যাম্পিয়ন করতে চাই।

আরসিবির হয়েশিরোপা জেতার লক্ষ্যের কথা জানিয়ে কোহলি বলেন, অবশ্যই লক্ষ্য হলো পরের চক্রে অন্তত একবার শিরোপা জেতা এবং আমরা সবসময়ের মতো আমাদের সেরাটা দেব। আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলি তাতে সবাইকে গর্বিত করার চেষ্টা করব।

সবশেষ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। আমি সত্যিই কৃতজ্ঞ এবং খুব শিগগিরই এম চিন্নাস্বামীতে (বেঙ্গালুরুর ঘরের মাঠে) আপনাদের সঙ্গে দেখা হবে।

২০১৩ থেকে ২০২১ পর্যন্ত টানা ৯ আসরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার নেতৃত্বে ২০১৬ সালে ফাইনালও খেলে দলটি, যদিও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়।

কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু, যা মহেন্দ্র সিং ধোনি (২২৬) ও রোহিত শর্মার (১৫৮) পর তৃতীয় সর্বোচ্চ। তার অধিনায়কত্বে বেঙ্গালুরু জিতেছে ৬৬ ম্যাচ, হেরেছে ৭০টি। এ ছাড়া তিনটি টাই এবং চারটি ম্যাচে কোনো ফল হয়নি।

২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় মাঠে নতুন নেতা দরকার বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ক্ষেত্রে কোহলিই তাদের কাছে সেরা সমাধান।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন