রোহিতদের লজ্জাজনক হারে ক্ষুব্ধ ভারতের সাবেকরা

  03-11-2024 11:14PM

পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর চারদিক থেকে তুমুল সমালোচনার স্বীকার ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ছেড়ে কথা বলছেন না শচিন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ, যুবরাজ সিংয়ের মতো সাবেকরাও। প্রত্যেকেরই একটা কথা, ‘এবার ভারতের উচিত আত্মসমালোচনা করা।’

কিউইদের কাছে ভারতের হারের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিরেন্দর শেবাগ লিখেছেন, ‘ঘরের মাঠে ০-৩ হার হজম করা কঠিন। এবার আত্মসমালোচনা করতেই হবে। প্রস্তুতির অভাব, খারাপ শট নির্বাচন না কি পর্যাপ্ত ম্যাচ না খেলা, কেন হারতে হল? প্রথম ইনিংসে ধৈর্য দেখিয়েছিল শুভমান গিল। দুটো ইনিংসেই দুর্দান্ত খেলল রিশাভ পান্ত। তার পায়ের নড়াচড়া দেখে মনে হচ্ছিল কঠিন পিচ নয়, আলাদা কোনও পিচে ব্যাট করছে। অসাধারণ খেলেছে।’

নিউজিল্যান্ড দলকে সমীহ করে শচিন লিখেছেন, ‘গোটা সিরিজে ধারাবাহিকভাবে ভাল খেলার জন্য নিউজিল্যান্ডের কৃতিত্ব প্রাপ্য। ভারতের মাটিতে ৩-০ জয়ের থেকে ভাল ফল আর হয় না।’

শেবাগ আরও জানিয়েছেন, সমর্থক হিসাবে দলের পাশে তিনি থাকবেন। তবে ভারত ভয়ঙ্কর খারাপ একটা পারফরম্যান্স উপহার দিয়েছে। তার পরামর্শ, ‘স্পিন খেলার দক্ষতা নিয়ে নিশ্চিতভাবে অনেকটা উন্নতি করতে হবে। কিছু কিছু পরীক্ষা সীমিত ওভারের ফরম্যাটে করা যায়। কিন্তু টেস্ট ক্রিকেটে অপ্রয়োজনীয় পরীক্ষা করার সিদ্ধান্ত খুবই খারাপ। টম লাথাম এবং নিউজিল্যান্ড দলকে শুভেচ্ছা। ওদের স্বপ্ন পূরণ হয়েছে। এভাবে ভারতে এসে কেউ জিততে পারেনি।’

যুবরাজ সিং লিখেছেন, ‘ক্রিকেট খেলাটা কতটা নম্র, তাই না? টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কয়েক মাস পরে ঐতিহাসিক হোয়াইটওয়াশও দেখতে হল আমাদের। এটাই খেলাটার সৌন্দর্য। অস্ট্রেলিয়ায় বড় পরীক্ষা অপেক্ষা করে আছে। আপাতত আত্মসমালোচনা করে, শিখে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন