গোলাপি সুপারমুন দেখা যাচ্ছে দেশের আকাশে

  07-04-2020 09:23PM

পিএনএস ডেস্ক: করোনার কারণে সবাই ঘরবন্দি। অন্যদিকে রাতের আকাশকে মোহময়ী করে তুলছে পিংক বা গোলাপি সুপারমুন। আজ ও কাল দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

মঙ্গলবার রাত ৮ টা পাঁচ মিনিট থেকে চাঁদ বড় হচ্ছে। ৮ এপ্রিল (সকাল ৮টা ৩৫ মিনিট) যখন সুপারমুন দেখা যাবে তখন দেশের আকাশে থাকবে সূর্যের আলো। তাই সুপারমুন রাখার জন্য একটাই রাত পাচ্ছে বাংলাদেশ।

পূর্ণিমার চাঁদ আর সুপারমুনের মধ্যে একটা তফাৎ আছে। পূর্ণিমার চাঁদ সম্পূর্ণ গোল দেখা যায় ঠিকই তবে সুপারমুন আকারে আরো বড় হয়। এ মাসের পিংক সুপারমুন পৃথিবী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯০৭ কিলোমিটার দূরে আছে। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।

৮ এপ্রিলের সুপারমুনটি এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম হবে। এই বিশেষ সময়ে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীর একেবারে কাছে চলে আসবে। তাই দেখতে অনেক বেশি উজ্জ্বল দেখাবে চাঁদকে। জানা গেছে, সাধারণের থেকে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল থাকবে চাঁদ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন