অক্টোপাসের পিটুনিতে আহত ভূতত্ত্ববিদ

  02-04-2021 08:56PM

পিএনএস ডেস্ক : অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকতে অক্টোপাসের শুঁড়ের পিটুনিতে আহত হয়েছেন এক ভূতত্ত্ববিদ। অক্টোপাসটিকে তিনি ‘সবচেয়ে রাগী’ অক্টোপাস বলে বর্ণনা করেন। খবর বিবিসি।

অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় অগভীর স্বচ্ছ পানিতে একটি অক্টোপাস ভূতত্ত্ববিদ ল্যান্স কার্লসনকে শুঁড় দিয়ে বাড়ি মারছে।

পরবর্তীকালে অক্টোপাসটি আবারও কার্লসনকে ধাওয়া করে এবং তার বাহুতে আঘাত করে। এছাড়া তার ঘাড়ে ও পিঠেও বাড়ি মারে প্রাণিটি।

অতীতে লাইফগার্ডের পেশায় থাকা কার্লসন একটি অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে বলেন, জিওগ্রাফ বে’র একটি রিসোর্টে তিনি ও তার পরিবার অবস্থান করছিল। রিসোর্টের কাছে পানিতে ডুব দিতে গেলে তিনি দেখতে পান যে একটি পাতা মাছ লেজ দিয়ে একটি শঙ্খচিলকে আঘাত করছে।

কিন্তু এরপরই তিনি আবিষ্কার করেন যে, এটি পাতা মাছ নয়, একটি অক্টোপাস। তিনি যখন তার ২ বছরে মেয়েকে নিয়ে অক্টোপাসটির ভিডিও করতে এগিয়ে যান তখন হঠাৎ এটি তাদের দিকে আসা শুরু করে।

কার্লসন বলেন, ‘অক্টোপাসটি আমাদের ধাওয়া করতে শুরু করে যা আসলেই একটি ধাক্কা ছিল।’

পরবর্তী সময়ে যখন তিনি একা পানিতে সাঁতার কাটতে যান তখন অক্টোপাসটি আবার তাকে খুঁজে পায় এবং শুঁড় দিয়ে আঘাত করে।

তিনি বলেন, ‘আমার গগলস ঝাপসা হয়ে যায়, পানি হঠাৎ ঘোলাটে হয়ে যায়, আমার মনে আছে আমি হতবুদ্ধি হয়ে পড়েছিলাম।’

অক্টোপাসের আঘাতে কার্লসনের চামড়ায় লাল দাগ পড়ে যায়। কার্লসন বলেন, আঘাতের স্থানে কোলা জাতীয় পানীয় ঢালার পরে সেই দাগ কমেছে।

সামুদ্রিক প্রাণির আঘাত উপশমের জন্য কার্লসন সাধারণত ভিনেগার ব্যবহার করেন, কিন্তু এই অক্টোপাসের আঘাতের সময় তার হাতের কাছে ভিনেগার জাতীয় কিছু ছিল না।

তবে অ্যাসিড জাতীয় যে কোনো কিছু ব্যবহার করলেই উপশম হবে এটা তিনি জানতেন। তাই তিনি কোলা ব্যবহার করেন এবং দেখতে পান যে এটি কাজ করছে।


পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন