শোরুম খুলছে গুগল!

  22-05-2021 05:23PM

পিএনএস ডেস্ক : টেক জায়ান্ট গুগল এবার পা রাখছে খুচরা ব্যবসায়। এই গ্রীষ্মে, আমেরিকায় নিজেদের প্রথম রিটেইল স্টোর চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নিউ ইয়র্কের চেলসিতে এলাকায় নিজেদের প্রথম ফিজিক্যাল স্টোর অর্থাৎ শোরুম খুলবে গুগল। এই রিটেইল স্টোরে গুগলের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে।

গুগলের তৈরি পিক্সেল ফোন, নেস্ট স্মার্ট হোম ডিভাইস, ফিটবিট ট্রাকার, পিক্সেলবুক এবং অন্যান্য পণ্য মিলবে গুগল স্টোরে। এমনকি কীভাবে গুগলের তৈরি পণ্য ব্যবহার করতে হয় সেটাও জানাবেন গুগলের দোকানে উপস্থিত বিশেষজ্ঞ কর্মীরা। ডিভাইসে কোনো সমস্যা দেখা দিলে সার্ভিসিং সেবাও দেবেন তাঁরা।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, পণ্য কেনার আগে গুগলের হার্ডওয়্যার সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর উদ্দেশ্যেই চালু করা হচ্ছে রিটেইল স্টোর। এই খবরে উচ্ছ্বসিত গুগল ভক্তরা। তারা বলছেন, অ্যাপল অনেক আগেই নানা দেশে এমন স্টোর খুলেছে। গুগলের আরও আগে এমন রিটেইল স্টোর খোলার দরকার ছিল।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন