আইফোনকে টেক্কা দিয়ে এক নম্বরে স্যামসাং

  17-07-2021 09:14PM

পিএনএস ডেস্ক: সারা বিশ্বে স্মার্টফোন বিক্রিতে আইফোনকে টেক্কা দিয়ে এক নম্বর স্থান করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। চলতি বছরের সেকেন্ড কোয়ার্টারে বিশ্বে দুই নম্বর স্থানে উঠে এসেছে শাওমি। তিন নম্বরে অ্যাপলের আইফোন।

ক্যানালিস রিসার্চ রিপোর্ট বলছে, স্মার্টফোনের বিক্রিতে সবাইকে পিছনে ফেলে দিয়েছে স্যামসাং। দুই নম্বর স্থানে আগে অ্যাপল থাকলেও এবার সেই জায়গা দখল করেছে চাইনিজ টেক জায়ান্ট শাওমি। আমেরিকান কোম্পানি অ্যাপলকে পিছনে ফেলে দিয়েছে তাদের স্মার্টফোনের বিক্রি।

ক্যানালিসের রিসার্চ রিপোর্ট বলছে, মার্কেট শেয়ারে এবারও সবার ওপরে রয়েছে স্যামসাংয়ের নাম। তাদের মার্কেট শেয়ার রয়েছে ১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে শাওমি দখল করতে পেরেছে ১৭ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে অ্যাপল। তাদের দখলে রয়েছে ১৪ শতাংশ মার্কেট শেয়ার।

তবে শাওমি ছাড়াও এবার স্মার্টফোনের বিক্রিতে উত্থান হয়েছে অপো ও ভিভোর। দুই প্রতিষ্ঠানেরই দখলেই রয়েছে ১০ শতাংশ করে মার্কেট শেয়ার। বিশ্বের ফোন বিক্রির দৌড়ে চার নম্বরে রয়েছে অপোর নাম। ঠিক তারপরই রয়েছে চীনা কোম্পানি ভিভো।

সব মিলিয়ে বিশ্বের মোবাইল বাজারের অধিকাংশই এখন চীনের দখলে।

বিশ্বের মোবাইল বাজারে দিকে তাকালে দেখা যাবে, সব জায়গায় এখন চীনা মোবাইলের রমরমা। সস্তায় উন্নত প্রযুক্তির স্মার্টফোন তৈরি করছে শাওমি, অপো ভিভোর মতো কোম্পানি। অতীতে অ্যাপলের আদলে ফোন তৈরি করত শাওমি। তাই চাইনিজ অ্যাপলের তকমা লেগে যায় কোম্পানির গায়ে। পরবর্তীকালে নিজেদের ব্র্যান্ড আইডেনটিটি তৈরি করেছে শাওমি। সস্তা, মিড রেঞ্জের পাশাপাশি ফ্ল্যাগশিপ ফোন এনেছে কোম্পানি। অন্যান্য কোম্পানির তুলনায় দাম কম হওয়ায় বাজার ধরতে সুবিধা হয়েছে চীনা কোম্পানির।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন