নতুন ফিচার সরিয়ে নিলো হোয়াটসঅ্যাপ

  25-09-2021 01:43PM

পিএনএস ডেস্ক: একের পর এক নতুন ফিচার এনে নিজেদের জনপ্রিয়তা বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ। তবে এবার ঠিক উল্টোটা হলো। বছরখানেক আগে যুক্ত করা এক ফিচার সরিয়ে নিলো প্রতিষ্ঠানটি। বলছিলাম হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার রুম তৈরির ফিচারের কথা।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ আইওএস এবং অ্যানড্রয়েড ভার্সনের চ্যাট শেয়ার শীট থেকে মেসেঞ্জার রুম শর্টকাট সরানো হয়েছে। এই হোয়াটসঅ্যাপ শর্টকাটটি ২০২০ সালের মে মাসে চালু করা হয়েছিল। এর মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ফেসবুক মেসেঞ্জারে ৫০ জন পর্যন্ত সদস্য নিয়ে একটি গ্রুপ তৈরি করতে পারতেন।

সম্ভবত খুব বেশি ব্যবহারকারী এই ফিচারে আগ্রহ দেখাননি। সেটা দেখেই হোয়াটসঅ্যাপ এটি সরিয়ে নিয়েছে। এমনকি এর বদলে অন্য কোনো শর্টকাট যোগ করতে পারেন নির্মাতারা। রিপোর্টে বলা হয়েছে, আইওএস 2.21.190.11 হোয়াটসঅ্যাপ বেটা এবং অ্যানড্রয়েড 2.21.19.15 হোয়াটসঅ্যাপ বেটা থেকে এই ফিচার সরানো হয়েছে।

অন্যদিকে, হোয়াটসঅ্যাপ সর্বশেষ আইওএস বেটা সংস্করণে একটি নতুন ফিচার চালু করেছে। নতুন ফিচারে ব্যবহারকারীরা ইমোজি বা স্টিকার বাছাই করে তাই দিয়ে গ্রুপ আইকন সেট করতে পারবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন