এই সময়ে ফোনে ইন্টারনেট ব্যবহার করবেন যেভাবে

  15-10-2021 03:16PM

পিএনএস ডেস্ক: সারাদেশে আজ ভোর থেকে মোবাইল ফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ পাওয়া যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।

তবে দেশের প্রায় সব অঞ্চলেই টু-জি সেবা অব্যাহত আছে। এজন্য প্রথমে মোবাইল ফোনের ‘সেটিংস’ অপশনে যেতে হবে। সেখানে নেটওয়ার্ক অথবা ‘ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্কস’-এ গেলে দেখা যাবে ফোনটি টুজি প্রযুক্তির কি না।

ফোনের ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘মোবাইল নেটওয়ার্কে’ ক্লিক করুন। এবার ‘preferred network mode’ এ গিয়ে ‘WCDMA’-এ তে ক্লিক করুন। এবার মোবাইল ডাটা চালু করুন।

এদিকে আজকের দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এহসানুল করিম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন