মঙ্গলের ধূলিঝড়ের শব্দ প্রকাশ করেছে নাসা

  21-10-2021 10:54AM


পিএনএস ডেস্ক : ঝড়ের আওয়াজ আমরা প্রায় সবাই শুনেছি। সেটা হতে পারে বালির ঝড়, সমুদ্রের ঝড়, সাইক্লোনের আওয়াজ। এবার এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা শোনাল এক অপার্থিব শব্দ। মঙ্গল গ্রহে ধুলোর ঝড়ের আওয়াজ কেমন হয় তাই শোনাল।

পৃথিবীর বায়ুমণ্ডলের যা ঘনত্ব তার ১০০ ভাগের মাত্র এক ভাগ ঘনত্ব মঙ্গল গ্রহের। শব্দতরঙ্গ বায়ুমণ্ডলের মাধ্যমেই প্রবাহিত হয়। মঙ্গলের বাতাস পাতলা হওয়ায় সেখানে ঝড়ের শব্দ খুব হালকাভাবে শোনা যায়। এর মানে এই নয় যে ঝড়ও মৃদু আকারের হয়। বরং পৃথিবীর বেশিরভাগ ঝড়ের থেকে অনেক শক্তিশালী মঙ্গলের লাল গ্রহের ঝড়।

এই ঝড়ের জেরেই পৃথিবী থেকে পাঠানো বহু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। নাসার পাঠানো মহাকাশ যান রোভার 'অপরচুনিটি' একই কারণে নষ্ট হয়েছে। তবে এবার মঙ্গলের ঝড়ের শব্দ রেকর্ড করল নাসার পাঠানো পারসিভারেন্স রোভার। পারসিভারেন্সে দুটি মাইক্রোফোন ইনস্টল করা আছে যা আশেপাশের শব্দ রেকর্ড করে। মাইক্রোফোন দুইটি খুব শক্তিশালী হওয়ায় ওই অপার্থিব ঝড়ের শব্দ ধরা পড়েছে, যা সদ্য প্রকাশ করা হয়েছে নাসার তরফ থেকে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন