মহাকাশে সফলভাবে স্যাটেলাইট পাঠালো ইরান

  30-12-2021 10:34PM

পিএনএস ডেস্ক: মহাকাশে গবেষণা কাজের জন্য সফলভাবে তিনটি রকেটবাহী একটি স্যাটেলাইট পাঠিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মহাকাশে স্যাটেলাইট পাঠানোর খবর প্রচার করলেও কখন এই স্যাটেলাইট পাঠানো হয়েছে এবং সেটাতে কি যন্ত্র আছে সেটি প্রকাশ করেনি।

এদিকে ইরান মহাকাশে এমন এক সময় স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিলো যখন পরমাণু চুক্তি-২০১৫ তে ফেরা নিয়ে বিশ্বের পাঁচ শক্তিধর দেশের সাথে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তাদের অষ্টম দফার সংলাপ চলছে।

এর আগেও মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল ইরান। সেই স্যাটেলাইট পাঠানোর নিন্দা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

স্যাটেলাইট পাঠানোর বিষয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ হোসেইনি বলেন, ফনিক্স রকেটে তারা ৪৭০ কিলোমিটার উচ্চতায় ডিভাইস (যন্ত্র) পাঠিয়েছে। এর থেকে বেশি তথ্য জানাননি তিনি।

আহমাদ হোসেইনি আরও জানান, মহাকাশকেন্দ্র এবং রকেটের কার্যকারিতা যথাযথ ছিল। মহাকাশে স্যাটেলাইট পাঠানোকে তিনি তেহরানের ‘প্রারম্ভিক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ইরান মহাকাশে আরও স্যাটেলাইট পাঠাবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে স্যাটেলাইট উৎক্ষেপণের যে ফুটেজ প্রচার করা হয়েছে তাতে দেখা গেছে, ইমাম খোমেনি মহাকাশ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন