বিশ্ব নারী দিবসে সম্মান জানালো গুগল

  08-03-2022 04:47PM


পিএনএস ডেস্ক:“নারীর সুস্বাস্থ্য ও জাগরণ” প্রতিপাদ্যে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আধুনিক বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ডুডল তাই সেজেছে নতুন রূপে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীদের সম্মান জানাতে বিভিন্ন বেশে নারীদের মুখের অবয়ব সোভা পাচ্ছে ডুডলে।


এবারের ডুডলে যুক্ত করা হয়েছে একটি ইলাস্ট্রেটরের ভিডিও। যা তৈরি করেছেন থোকা মিয়ার। যেখানে মায়ের ভূমিকা থেকে শুরু করে বিভিন্ন ভূমিকায় উপস্থাপন করা হয়েছে নারীদের। এ সমাজের সর্ব ক্ষেত্রেই নারীদের পারদর্শীতার প্রতিচ্ছবিই যেন তুলে ধরেছে গুগলের ডুডলের ভিডিওগুলোতে।

গুগল ডুডলের পেজটিতে লেখা হয়েছে, ‘আজ আন্তর্জাতিক নারী দিবস’। এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ভাষাভাষীর নারীদের দৈনন্দিন জীবনযাত্রা, কাজ ও সংস্কৃতি তুলে ধরেছে ডুডল। একজন মা থেকে মোটরসাইকেল সারাইকর্মীর ভূমিকাতেও অবতীর্ণ নারী। কীভাবে পরিবার সামলেও তারা বহির্বিশ্বে অপরিহার্য হয়ে ওঠেন, এই ইলাস্ট্রেশন সে কাহিনীই ব্যক্ত করে।’


উল্লেখ্য, নানা উৎসব কিংবা ঐতিহাসিক দিনে অথবা বিখ্যাত কোনো ব্যক্তিত্বকে সম্মান জানাতেও সেজে থাকে ডুডল। নারী-দিবসেও তার ব্যতিক্রম হল না।


পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন