অতিথিসহ লাইভ করার নতুন ফিচার ‘গো লাইভ টুগেদার’

  09-11-2022 10:57AM

পিএনএস ডেস্ক : সম্প্রতি ইউটিউব তাদের নতুন ফিচার ‘গো লাইভ টুগেদার’ চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে একাধিক ক্রিয়েটর একসঙ্গে তাদের চ্যানেল থেকে লাইভে আসতে পারবেন। তবে এই সুবিধাটি প্রাথমিকভাবে মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে। পরবর্তী সময়ে ফিচারটি অন্য ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউটিউবের।

ইউটিউব বলছে, এই সুবিধার মাধ্যমে একজন কনটেন্ট ক্রিয়েটর তার চ্যানেল থেকে অতিথি ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে লাইভে আসতে পারবেন। অর্থাৎ দুইজনই তাদের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করে সহ-স্ট্রিমিংয়ে যেতে পারবেন।

এ ফিচারের অধীনে ক্রিয়েটররা টাইটেল, ডেসক্রিপশন, মনিটাইজেশন অপশন, থাম্বেল নির্বাচন করার সুবিধা পাবেন। ভিজিটরদের অবশ্যই ইনভাইট অ্যা কো স্ট্রিমার অপশনের মাধ্যমে আমন্ত্রণ জানাতে হবে।

সম্প্রতি টিকটকও টুইস কো-স্ট্রিমিং ফিচার চালু করেছে, যাতে সর্বোচ্চ পাঁচজন অতিথি যুক্ত হতে পারেন।

সূত্র: পিসিমাগ


পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন